বৃক্ষজন্ম, জলছাপ
বৃক্ষজন্ম, জলছাপ
#
সমরেন্দ্র বিশ্বাস
আজন্ম বালক খেলতে খেলতে
নিজের অজান্তেই গল্পগুলোকে
ঝুলিয়ে রাখে গাছের চাবিতে!
বালক কি জানে না, এই বৃক্ষজন্ম থেকেও
বোধ ঝোলে সবার অজান্তেও?
কেউ কেউ এই বৃক্ষজন্ম পড়ে, কেউ কেউ ফিরেও তাকায়
না
–
তাতে কি বা আসে যায় যাবতীয়
জলছাপের,
কি বা আসে যায় এই শতাব্দী
প্রাচীন সবুজ পাতার?
[ Published – কবিতা সীমান্ত / শারদীয়া ২০২১ ]
Comments
Post a Comment