অসবর্ণ দিন
অসবর্ণ দিন
#
সমরেন্দ্র বিশ্বাস
#
হে আমার
অসবর্ণ দিন,
ফিরে
এসো জাতিচ্যুত ধর্মচ্যুত
সময়ের
পাশে।
তা না
হলে দীর্ঘ খরা
দাউ দাউ
জ্বলবে সময়!
হে আমার
জাতিহীন ধর্মহীন দিন,
হে আমার
অসবর্ণ দিন,
ভালোবেসে
তুমি এলে
সম্পর্কের
গাঢ়-বৃষ্টি হবে?
Published - কবিতা সীমান্ত / শারদীয়া ২০২১
Comments
Post a Comment