আহত বয়ানগুলো

 

আহত বয়ানগুলো

সমরেন্দ্র বিশ্বাস

 

 

আহত বয়ানগুলোকে খুলে রেখেছি উর্দিধারীর টেবিলে,

বর্মহীন এ জীবন!

তবুও আত্মরক্ষার জন্যে চোখে রুমাল, কামিজে ঢেকেছি ঘৃণা;

নজরবন্দী মানুষদের এখন কি গৃহবন্দী থাকার সময় ?

 

 

সুইনহো স্ট্রিট  / শারদীয়া - 2019

 

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!