সেই মানুষটা
সেই মানুষটা
সমরেন্দ্র বিশ্বাস
ছাদের কিনারে পিছলে
যাওয়া বিকেলের ম্লান আলো!
লোকটা কি চেয়েছিলো –
জীবন না মৃত্যু ?
সময়ের সমীকরণ বুঝতে চাওয়ার
যন্ত্রণায় সেই মানুষটা
বহুতলের কার্ণিশ থেকে
ঝাঁপ দিয়েছিলো নীচে – উত্তরবিহীন এক শূণ্যতায়!
সুইনহো স্ট্রিট / শারদীয়া - 2019
Comments
Post a Comment