Posts

Showing posts from July, 2022

রাতের রাস্তা

Image
রাতের রাস্তা   সমরেন্দ্র বিশ্বাস # অন্ধকার গায়ে মেখে মায়ের এলোচুলের মতো নির্জন রাস্তাটা আজও কার অপেক্ষায় ? রাত্রি জানে না ! রোগা লম্বাটে হাত বাড়ানো প্রাগৈতিহাসিক মনুষ্যত্ব সার্বজনীন ঘড়ির কাছে আজও ভিক্ষে চায় , কি চায় , কেন চায় ?- রাত্রি জানে না ! # হাওয়ার পোষাকে এসেছিল হল্লাবাজ আতাতায়ীর দল ! সাইরেণ বাজিয়ে ছুটে গিয়েছিল ভ্যান গাড়ী , পার্কের কোণাটাতে কেনই বা পড়ে ছিল নিরাপরাধ লাশ , কি পার্টি করতো সে ? মর্গের ইঁদুর দেখাতে সবিনয়ে কেন এসেছিল শববাহী গাড়ি ? রাত্রি জানে না ! # ‘ জাগতে রহো !’- অন্ধ ও বোবা চৌকিদারটা কি এ সময়ের অবরুদ্ধ বিবেক ? একরাশ উস্কো খুস্কো অন্ধকার , মায়ের এলোচুলের মতো চিরকালীন রাস্তাটা আজও কার অপেক্ষায় ? রাত্রি জানে না !         KATHA -  c/o - AMIT ROY , Published in July-Dec-2021 issue. Picture from Net  

জেব্রার থিওরোম

  কবিতা জেব্রার থিওরোম   সমরেন্দ্র বিশ্বাস     জেব্রার সাদা কালো দাগে হাত বুলিয়ে কেউ কি সমাধান করতে পা রে জ্যামিতির থিওরোম? চিড়িয়াখানা থেকে বেরিয়ে এসেছে যে স্কুল , সেখানে আমার সেকেন্ডারীর ক্লাস টা ঝোলানো আছে ধার করা জামার ছেঁড়া পকেটে । টানটান টাকার - সেতার বাজে ফেমাস স্কুলে। শহরে শহরে শিক্ষকদিবসের ইভিনিং শো - তে আজকাল খুব ভীড় । আমার কি আর ম্যাট্রিক, থুরি , সেকেন্ডারীটা পাশ করা হলো না ? আকাশ থেকে উড়ে আসে বইএর বিচিত্র মলাট; কাকের পালকেরা লেপ্টে থাকে ল্যাপটপের সৌখীন ঘাসে । জীবনের ক্যালেন্ডার আর পরীক্ষার সিলেবাসে কোন তালমিল আছে কি ? তবুও যানজটে দিশেহারা আমি পৌঁছে যাই প্রেইরী ঘাসের জঙ্গলে । সেখানে ফিস্ ‌ দেয়া সম্ভ্রান্ত ছেলেমেয়েরা ঘাসের বেলুন ফোলাচ্ছে। জেব্রার জামা পরে শিক্ষকেরা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে । বিজ্ঞাপনের সাইরেণ বাজলে তথাকথিত শিক্ষা পর্ষদের জুতোর লেস খুলে যায়। ঘোষিত   হয় – হায়ার সেকেন্ডারী পাশের ধূলোট বাদামী রাস্তা পোলট্রির মুরগীদের মতো মিথ্যে মিথ্যা মিথ্যা ! মেশিনে ঢালাই করা নতুন নতুন রাস্তা চলে গেছে অসম্ভব সমস্ত বর্ণাঢ্য থিওরোমের দিকে , সেখা...

সম্ভ্রান্ত, তোমাকে স্যালুট

  সম্ভ্রান্ত , তোমাকে স্যালুট # সমরেন্দ্র বিশ্বাস # তোমার সামনে অসহায় মাথা ঝুঁকিয়ে আছে তোমাকে অসহায় প্রণিপাত করছে - বিষয়টা বহুৎ পুরোণো কিছুটা শ্বাসরোধী ধোঁয়া কিছুটা জট পাকানো অহঙ্কারের মতো # অসহায় লোকগুলো মাথা ঝুঁকিয়ে আছে ইতিহাসের পৃষ্ঠাগুলো একটু আধটু নড়া চড়া করছে । # তোমাকে লোকগুলো প্রণিপাত করছে ওদের সামনেই সেই স্যালুট স্যালুট রাস্তাটা ধরে জুতোর খুরে ধূলো উড়াতে উড়াতে তুমি নিশ্চিতই হেঁটে যাচ্ছো শিরোপাবিহীন পতনের দিকে!       শারদীয়া শব্দসাঁকো- 1427( 2020) Pub. / Rangin Canvas -   E Mag – Aug’2021