রাতের রাস্তা

রাতের রাস্তা সমরেন্দ্র বিশ্বাস # অন্ধকার গায়ে মেখে মায়ের এলোচুলের মতো নির্জন রাস্তাটা আজও কার অপেক্ষায় ? রাত্রি জানে না ! রোগা লম্বাটে হাত বাড়ানো প্রাগৈতিহাসিক মনুষ্যত্ব সার্বজনীন ঘড়ির কাছে আজও ভিক্ষে চায় , কি চায় , কেন চায় ?- রাত্রি জানে না ! # হাওয়ার পোষাকে এসেছিল হল্লাবাজ আতাতায়ীর দল ! সাইরেণ বাজিয়ে ছুটে গিয়েছিল ভ্যান গাড়ী , পার্কের কোণাটাতে কেনই বা পড়ে ছিল নিরাপরাধ লাশ , কি পার্টি করতো সে ? মর্গের ইঁদুর দেখাতে সবিনয়ে কেন এসেছিল শববাহী গাড়ি ? রাত্রি জানে না ! # ‘ জাগতে রহো !’- অন্ধ ও বোবা চৌকিদারটা কি এ সময়ের অবরুদ্ধ বিবেক ? একরাশ উস্কো খুস্কো অন্ধকার , মায়ের এলোচুলের মতো চিরকালীন রাস্তাটা আজও কার অপেক্ষায় ? রাত্রি জানে না ! KATHA - c/o - AMIT ROY , Published in July-Dec-2021 issue. Picture from Net