সম্ভ্রান্ত, তোমাকে স্যালুট

 

সম্ভ্রান্ত, তোমাকে স্যালুট

#

সমরেন্দ্র বিশ্বাস

#

তোমার সামনে অসহায় মাথা ঝুঁকিয়ে আছে

তোমাকে অসহায় প্রণিপাত করছে -

বিষয়টা বহুৎ পুরোণো

কিছুটা শ্বাসরোধী ধোঁয়া

কিছুটা জট পাকানো অহঙ্কারের মতো

#

অসহায় লোকগুলো মাথা ঝুঁকিয়ে আছে

ইতিহাসের পৃষ্ঠাগুলো একটু আধটু নড়া চড়া করছে

#

তোমাকে লোকগুলো প্রণিপাত করছে

ওদের সামনেই সেই স্যালুট স্যালুট রাস্তাটা ধরে

জুতোর খুরে ধূলো উড়াতে উড়াতে

তুমি নিশ্চিতই হেঁটে যাচ্ছো শিরোপাবিহীন পতনের দিকে!

 

 

 

শারদীয়া শব্দসাঁকো-1427( 2020)

Pub. / Rangin Canvas -  E Mag – Aug’2021

 

 

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা