আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে # সমরেন্দ্র বিশ্বাস # সিঁড়ির নীচে জমাট কিছুটা রক্ত – একটা শিশুর । সিঁড়ির নীচে জমাট কিছুটা রক্ত – একটা নারীর । সিঁড়ির নীচে জমাট কিছুটা রক্ত – চাষী মজুরের । অসংখ্য শিশুর রক্ত অসংখ্য নারীর রক্ত অসংখ্য চাষী মজুরের , সিঁড়ির নীচে জমাট অন্ধকারে থৈ থৈ করা রক্তস্রোত , সিঁড়ির উপরে জ্বলে গণতন্ত্রের প্রদীপ ! # আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে আমাকে উঠতে দাও উপরে – উপরে , পৃথিবীটাকে দেখবো আজ রাতভর ছাদের উপর আমি সূর্য উঠতে দেখবো । # ধাপ ধাপ সিঁড়ি । দাঁড়িয়ে সিঁড়ির মুখে দেশের তাবৎ নেতা বিলাচ্ছে আশিষ ! আস্ - পাশ ঘিরে থাকে আমলার দল । সিঁড়ি জুড়ে ধাপে ধাপে রাখা আছে মহামানবের প্রতিকৃতি , ধূপ - ধূনা , আছে পরপর গান্ধী নেহেরু রেগন । আরো আছে কোসিগিন , যীশু আর গনেশের ফটো । # আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে আমাকে উঠতে দাও উপরে – উপরে , পৃথিবীটাকে দেখবো আজ রাতভর ছাদের উপর আমি সূর্য উঠতে দেখবো । # দাঁড়িয়ে সিঁড়ির নীচে আমি নড়ে উঠি , একশত বেয়নেট বিদ্ধ করে আমাদের কম্পমান ছায়া । দাঁড়িয়ে সিঁড়ির নীচে আমি গান গাই ...