Posts

Showing posts from October, 2022

জীবন

  জীবন # জন্মই আমাদের আজন্মের অধিকার - সান্ত্রীর পাহারায় রাখা এই প্রিয় কথাগুলোকে লোহার গারদ থেকে উঠিয়ে এখন শুকিয়ে নিচ্ছি আগুনে , চুপিচুপি চাঁদের আলোয়! # সমরেন্দ্র বিশ্বাস       Nandanik, Kataganj. Sept-2019 issue

অন্ধকার, টানিয়ে রেখেছি অন্ধকার

Image
  অন্ধকার , টানিয়ে রেখেছি অন্ধকার সমরেন্দ্র বিশ্বাস # অন্ধকার টানিয়ে রেখেছি মাঠে , গমের দানায় । বইএর তাকে অন্ধকার , সিনেমা হলেও পড়বার টেবিলটা রোশনিবিহীন - থাক্ ‌ থাক্ ‌ অন্ধকার ! রাস্তার বাতিস্তম্ভে ঝুলিয়েছি অশরীরী ফিউজ শরীর সংসারের চারপাশে বুনেছি গোছা গোছা অন্ধকার ধান । # চারদিক ব্লাক আউট , জ্বালাই মোমবাতি , আর জ্বলে প্রবীণ ভাষণ একমাত্র নিজেকেই আমি বড়ো বেশী আলোকিত ভাবি আলোর নাম করে আমার একেকটা বই লোককে ধার দেই , অন্ধকার দুনিয়ায় আলোর ব্যবসা খুব লাভজনক ! # কেউ কেউ জানে চারপাশটা অন্ধকার থাকলে নিজেকে বড় বেশী উজ্জ্বল দেখায় ! ======= ======== =========     Published / ক বি তা সীমান্ত – May-Oct-2022  

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

  আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে # সমরেন্দ্র বিশ্বাস # সিঁড়ির নীচে জমাট কিছুটা রক্ত – একটা শিশুর । সিঁড়ির নীচে জমাট কিছুটা রক্ত – একটা নারীর । সিঁড়ির নীচে জমাট কিছুটা রক্ত – চাষী মজুরের । অসংখ্য শিশুর রক্ত অসংখ্য নারীর রক্ত অসংখ্য চাষী মজুরের , সিঁড়ির নীচে জমাট অন্ধকারে থৈ থৈ করা রক্তস্রোত , সিঁড়ির উপরে জ্বলে গণতন্ত্রের প্রদীপ ! # আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে আমাকে উঠতে দাও উপরে – উপরে , পৃথিবীটাকে দেখবো আজ রাতভর ছাদের উপর আমি সূর্য উঠতে দেখবো । # ধাপ ধাপ সিঁড়ি । দাঁড়িয়ে সিঁড়ির মুখে দেশের তাবৎ নেতা বিলাচ্ছে আশিষ ! আস্ ‌- পাশ ঘিরে থাকে আমলার দল । সিঁড়ি জুড়ে ধাপে ধাপে রাখা আছে মহামানবের প্রতিকৃতি , ধূপ - ধূনা , আছে পরপর গান্ধী নেহেরু রেগন । আরো আছে কোসিগিন , যীশু আর গনেশের ফটো । # আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে আমাকে উঠতে দাও উপরে – উপরে , পৃথিবীটাকে দেখবো আজ রাতভর ছাদের উপর আমি সূর্য উঠতে দেখবো । # দাঁড়িয়ে সিঁড়ির নীচে আমি নড়ে উঠি , একশত বেয়নেট বিদ্ধ করে আমাদের কম্পমান ছায়া । দাঁড়িয়ে সিঁড়ির নীচে আমি গান গাই ...

আসছি ভাই

  আসছি ভাই সমরেন্দ্র বিশ্বাস   আসছি ভাই। এখনো গাছের ছায়ার থেকে মসৃণ পিছলে পড়েনি পাখীদের ডানা এখনো সানাই-এর সুরে বেজে ওঠে নি শেষের সংগীত এখনো হাসপাতালে অ্যানাস্থেশিয়ার গন্ধে সংযুক্তার প্রেম। একটু দাঁড়াও। আরেকটু পরে মেঘের ডাকবাক্স খুলে নেমে আসবে জলে ভেজা চিঠি প্রত্যেকটা চিঠির অক্ষর থেকে ঝরে পরবে সোনালী ধানের শীষ শীষের ডগায় বিঁধে থাকবে লালা মাখানো মেধাবী মুক্তোর দানা। এখনো কিছু বাকী। উড়ন্ত লিফলেটগুলো এখনো সাঁতার শেখে নি রক্তে রক্তে এখনো ভেসে আসে নি মুক্তিযুদ্ধের গর্জন গর্জনের তীব্রতায় এখনো জ্বলে ওঠে নি বারোয়ারী প্রদীপের সলতে একটু দাঁড়াও। আরেকটু পরে স্বপ্নগুলোকে বুক-সেল্ফে ইন্ডেক্সিং করা হবে তালিকা থেকে সময়ের দীর্ঘশ্বাসগুলো ধীরে ধীরে মুছে গেলে   পড়ার টেবিলে পড়ে থাকবে চিঠি, মৃত্যুচিন্তার বিষন্ন মানপত্র ! আসছি ভাই। একটু দাঁড়াও। এখনো কিছু সময় বাকী।       MatriBhasha, Bilaspur – Oct-2019 / Published