আসছি ভাই

 

আসছি ভাই

সমরেন্দ্র বিশ্বাস

 

আসছি ভাই।

এখনো গাছের ছায়ার থেকে মসৃণ পিছলে পড়েনি পাখীদের ডানা

এখনো সানাই-এর সুরে বেজে ওঠে নি শেষের সংগীত

এখনো হাসপাতালে অ্যানাস্থেশিয়ার গন্ধে সংযুক্তার প্রেম।

একটু দাঁড়াও।

আরেকটু পরে মেঘের ডাকবাক্স খুলে নেমে আসবে জলে ভেজা চিঠি

প্রত্যেকটা চিঠির অক্ষর থেকে ঝরে পরবে সোনালী ধানের শীষ

শীষের ডগায় বিঁধে থাকবে লালা মাখানো মেধাবী মুক্তোর দানা।

এখনো কিছু বাকী।

উড়ন্ত লিফলেটগুলো এখনো সাঁতার শেখে নি রক্তে

রক্তে এখনো ভেসে আসে নি মুক্তিযুদ্ধের গর্জন

গর্জনের তীব্রতায় এখনো জ্বলে ওঠে নি বারোয়ারী প্রদীপের সলতে

একটু দাঁড়াও।

আরেকটু পরে স্বপ্নগুলোকে বুক-সেল্ফে ইন্ডেক্সিং করা হবে

তালিকা থেকে সময়ের দীর্ঘশ্বাসগুলো ধীরে ধীরে মুছে গেলে 

পড়ার টেবিলে পড়ে থাকবে চিঠি, মৃত্যুচিন্তার বিষন্ন মানপত্র !

আসছি ভাই। একটু দাঁড়াও। এখনো কিছু সময় বাকী।

 

 

 

MatriBhasha, Bilaspur – Oct-2019 / Published

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!