অলৌকিক ঈশ্বরের বয়স
অলৌকিক ঈশ্বরের বয়স সমরেন্দ্র বিশ্বাস # আকাশের নীচে যে লোকটা ধান বুনেছিলো , সে এখন আস্তাকুড়ের তুষ । আকরিক গলিয়ে যে ইস্পাত বানিয়েছিলো , সে এখন পেরেক - ঠোকা কফিনে , মাটির অন্ধকারে । যারা খড় - মাটিতে প্রতিমা গড়তো , তারাও হারিয়ে গেছে ভাসানের জলে । নশ্বর মানুষদের বয়েস বাড়লে এমনটাই হয় । চিতার ফুলকিগুলো হারিয়ে যায় অন্ধকারে । আকাশের ভিজে লকারে । মানুষকে মানুষেরা তেমন মনে রাখে না । # সমস্ত দেব - দেবী আজও অবিনশ্বর ! কোন একদিন আকাশ থেকে নেমে এসেছিল যে ঈশ্বর , তার কোন মৃত্যু নেই ! বয়স তার পাললিক শিলার মতো ভারী , সময়ের সমস্ত দস্তাবেজ ছিঁড়েকুড়ে অলৌকিক ঈশ্বর এখনও পৃথিবীর প্রাচীনতম বেহালা বাজাচ্ছে ! আগ্নেয়গিরিতে জ্বলছে নীরোর আগুন ! # পয়গম্বরদের আয়ু কেন অনন্ত , ঈশ্বরের বয়েস কেন সূর্যের চেয়েও কোটি কোটি বছরের বেশী ? এমন একটা বৈজ্ঞানিক প্রশ্ন করার জন্যে হাজতের ক্লাস - রুমে কোপার্নিকাস আজও নীলডাউন হয়ে বসে আছে ! ? শব্দসাঁকো দীপাবলি ক্রোড়পত্র - 2020