Posts

Showing posts from January, 2022

পুস্তক সমীক্ষা / আমার আঁতুড়ঘর – গৌরাঙ্গ দাস

  শ্রমজীবনের কঠিন পথ পেরিয়ে আসা এক কবি ও তার চতুর্থ কাব্যগ্রন্থ   সম্প্রতি গৌরাঙ্গ দাসের চতুর্থ কাব্যগ্রন্থ ‘আমার আঁতুড়ঘর’ পড়বার সৌভাগ্য হলো ‘প্লাবন’ সম্পাদকের সৌজন্যে । কবি-পরিচিতি থেকে জানা যায় তার শৈশব অত্যন্ত অভাবে কাটে, যে কারণে পড়াশোনাও ততোটা এগোয় নি। খুব কম বয়েস থেকেই তাকে নানা কষ্টকর জীবিকা ও বৃত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও বর্তমানে সংসার জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। অবশ্যই এই আলোচনার প্রারম্ভে কবি গৌরাঙ্গ দাস কে আমার অভিনন্দন জানাই। এই কবির কবিতা ছুঁয়ে থাকে বর্তমান সময়। তার লেখায় উঠে আসে কারখানার লক-আউট, শিল্পায়ণের বিতর্ক, ঢেউ তোলা ছিটমহল, ছিন্নমূল উদ্বাস্তু জীবন, ধর্মান্ধতার নামে মানুষে মানুষে বিভেদ, রাষ্ট্রের মৌলবাদিতা, যশোর রোডের মৃত গাছ, ইত্যাদি বিভিন্ন সমসাময়িক কথা। দেশ ও সময়কে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন – ‘নিমপাতা দাঁতে কেটে হাতে পায়ে আগুন সেঁকে এই মাত্র ঘরে ফিরলো ভারতবর্ষ’   [ পৃষ্ঠা – ৮৮] ‘আমার আঁতুড়ঘর’ কাব্যগ্রন্থটি তিনটি পরিচ্ছেদে ভাগ করা – (১)গ্রহণ (২)হে শীত, হে বসন্ত (৩) আমার আঁতুড়ঘর ।   প্রথম (গ্রহণ) পরিচ্ছে...

অনুদিত জাহাজ

Image
  অনুদিত জাহাজ   সমরেন্দ্র বিশ্বাস   তোমাকে অনুবাদ করবার জন্যে মাপছিলাম সেন্টিমিটার , তুমি জিজ্ঞেস করলে, নীল জলের মানে ? উত্তরটা জানতাম না । # সমুদ্রযাত্রার কয়েক দিন পরে নির্জন লাল খামে তুমি উপহার দিলে অনুবাদ করা জাহাজ ! # জাহাজের ওড়নার মতো তখন থেকেই আমি উড়ছি, তোমার সাথে উড়ছি !     [ R-2 ] Published in Sanskritik Khabar, Kolkata   – Dec.2021 

সত্তর দশক : স্বপ্ন ও বাস্তবের এক রূপময় ব্যক্তিত্ব

    সত্তর দশক : স্বপ্ন ও বাস্তবের এক রূপ ময় ব্যক্তিত্ব # সমরেন্দ্র বিশ্বাস     অরূপ মানে কি নিরাকার ঈশ্বর? অরূপ মানে কি রূপহীন? না, তা তো নয়। এ ই বই টা পড়তে পড়তে কিছুক্ষণ আগে বুঝে উঠতে চেষ্টা কর ছি লাম , তার অতীত দিনগুলোকে! তিনি ছুটন্ত এক সত্ত্বা। বড়ই গতিময় ! তিনি মোটেই নিরাকার নন। বরং ভীষণ ভাবেই রক্ত মাংসের একজন মানবীয় ব্যক্তিত্ব! কে বলেছে তিনি অরূপ, রূপহীন? দীপ্ত চো খে তিনি এক জন রূপবান মানুষ, যিনি দেশের মাটিতে বসন্তের বজ্রনির্ঘোষ আনার স্বপ্ন দেখেছিলেন। ফেলে আসা সত্তরের দশকে এই মানুষটিই জীবনের বাঁধাধরা গন্ডীকে অতিক্রম করে আরো অন্য ধরণের কিছু একটা আর্থ-সামাজিক ব্যবস্থার নির্মাণ করতে চেয়েছিলেন। একজন পারদর্শী নায়কের মতো তিনি স্বপ্ন আর বাস্তবের মাঝে ছুটে বে ড়ি য়েছেন। আত্মকথামূলক লেখাটিতে এই নায়কের অনেকগুলো নাম আছে। যেমন তার একটা নাম ‘এনভার হোজা’! স্বপ্ন আর বাস্তবের এই অক্লান্ত নায়কের কথা বলতে গিয়ে তাকে আমি হোজা-দা হিসেবেই সম্বোধন করলাম। তার লিখিত ‘আত্মগোপনে অন্তরিনে সত্তর দশক’ বইটি সম্পর্কে হোজা দা লিখেছেন, ‘নদিয়া- মুর্শিদাবাদ – বীরভূম – সাঁওতাল পরগণা ...

ভুল ডেথ-সার্টিফিকেট

  ভুল ডেথ-সার্টিফিকেট # সমরেন্দ্র বিশ্বাস # আমার শবদেহের মধ্যেই আমি জেগে আছি। আমার রক্তে যে গান বেজেছিলো, তাকে মাচানে চাপিয়ে শ্মশানে চলেছে যারা তারা সবাই আমার প্রতিবেশী, আত্মীয় পরিজন । আমার প্রিয় গান আজ স্পন্দনহীন! মাচানে কাঁধ দিয়ে যে লোকটা সামনে সামনে চলেছে, সে আমার উচ্চাকাঙ্ক্ষা – নির্বোধ স্বপ্নের মতো একটা নীল স্যুট আর সাদা টাই তার পরণে। কুঁকড়ে গেছে আমার গানের প্রিয় শরীর! এই শবযাত্রায় কাঁধ লাগিয়েছে যে দ্বিতীয় লোকটা, সেও আমার প্রতিবেশী, দারুণ ছটফটে – তার নাম প্রতিযোগিতা, ছুটন্ত অস্থিরতার মধ্যে ধ্যানহীন তার চোখের থেকে বেরিয়ে আসছে ব্রেক ফেল করা ট্রেনের শব্দ! আমার প্রিয় সংগীত এখন মাচানে, শক্ত হয়ে আছে ওর নরম শরীর - অন্তিম যাত্রায় যাবে বলে যে প্রতিবেশীটা এতোদিন তক্কে তক্কে ছিলো, তাকে তো আমি চিনি – তার নাম বিদ্রূপ । জীবনভর আমার পেছনে লাগতো এই যে পড়শিটা, কেন তাকে ঘেঁষতে দিলাম আমার শবযাত্রায়? তাকে আটকানোর জন্যে মনটাকে কেন আমি ঢাকি নি ইস্পাতের বর্মে? যে গান জীবন থেকে চলে যাচ্ছে, সে কি এম্নিই যাবে? তাকে মাচানে বয়ে নিয়ে চলেছে যে চতুর্থ লোকটা, সেও তো আমার ঘরেই বসত করে। ফ্যাকা...

কাপুরুষ

  কাপুরুষ          সমরেন্দ্র বিশ্বাস     এদিনে মনটা পালাই পালাই – ভিন্ন গলিতে ভাবি সটকাই # অ্যাঁ , ও গলিতেও ল্যাপটানো খুন ! # কান্ডে আমার হাসে অর্জুন ।   Published প্লাবন – March - 2022 =================== © biswas.samarendra@hotmail.com

একা কি মানুষ কখনো ?

  একা কি মানুষ কখনো ?       সমরেন্দ্র বিশ্বাস     একা কি মানুষ কখনো ? # এক মানুষের গায়ে আরো মানুষের ঘ্রাণ এক মানুষের গানে আরো মানুষের সুর এক মানুষের হাতে আরো মানুষের হাত # তবুও একা কি মানুষ কখনো ?         Published /   প্লাবন – March – 2022 =================== © biswas.samarendra@hotmail.com      

আমার হলুদ যন্ত্রণাগুলো

  আমার হলুদ যন্ত্রণাগুলো        সমরেন্দ্র বিশ্বাস     আমার হলুদ যন্ত্রণাগুলোর ভাগ তুমি চাইলে উচ্ছ্বাসে মেলে দিলাম চোখ তোমার আকাশে # বিনিময়ে ফেরৎ দিয়ে গেলে একদিন একরাশ গাঢ় নীল যন্ত্রণা # আজ একা একা নিঃশব্দ অরণ্যে ভাবি কেন তোমায় এই বুকের পাঁজরগুলো গুনতে দিয়েছিলাম ?     Published প্লাবন – March - 2022   =================== © biswas.samarendra@hotmail.com  

বলো, কিছু বলো

  বলো , কিছু বলো # সমরেন্দ্র বিশ্বাস সমস্ত দরোজা খোলা । # এই বেলা উঁচু নীচু পথটা পেরিয়ে তুমি যদি বসন্তের খোঁজে হেঁটে যাও সাথে সাথে যাবো । উন্মুক্ত রোদ্দুরে যদি দু’হাত বাড়াও , আমিও বাড়াবো । # প্রচন্ড ঝড়ের তোড়ে ভেসে চলে গেছে তোমার সৌখীন ওড়না , আমার কবিতা । পেন্ডুলাম হয়ে থাকা স্বদেশ সময়ে আজ কেন দ্রোহহীন ভেঙে যায় স্বপ্নসাধ – পদ্মঘট নিরঙ্কুশ প্রেম ? # ভালোবাসা শব্দ করে ফুলকে ফোটায়- তুমি যদি সে ফুলের শব্দ শুনে থাকো আমার দুহাতে কেন দুহাত রাখো না ? # মানে অপমানে এই তো দাঁড়িয়ে আমি , বলো , কিছু বলো - বলো , কিছু বলো # # # [ গ্রন্থ - হাওয়া শিকার]