পুস্তক সমীক্ষা / আমার আঁতুড়ঘর – গৌরাঙ্গ দাস
শ্রমজীবনের কঠিন পথ পেরিয়ে আসা এক কবি ও তার চতুর্থ কাব্যগ্রন্থ সম্প্রতি গৌরাঙ্গ দাসের চতুর্থ কাব্যগ্রন্থ ‘আমার আঁতুড়ঘর’ পড়বার সৌভাগ্য হলো ‘প্লাবন’ সম্পাদকের সৌজন্যে । কবি-পরিচিতি থেকে জানা যায় তার শৈশব অত্যন্ত অভাবে কাটে, যে কারণে পড়াশোনাও ততোটা এগোয় নি। খুব কম বয়েস থেকেই তাকে নানা কষ্টকর জীবিকা ও বৃত্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও বর্তমানে সংসার জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। অবশ্যই এই আলোচনার প্রারম্ভে কবি গৌরাঙ্গ দাস কে আমার অভিনন্দন জানাই। এই কবির কবিতা ছুঁয়ে থাকে বর্তমান সময়। তার লেখায় উঠে আসে কারখানার লক-আউট, শিল্পায়ণের বিতর্ক, ঢেউ তোলা ছিটমহল, ছিন্নমূল উদ্বাস্তু জীবন, ধর্মান্ধতার নামে মানুষে মানুষে বিভেদ, রাষ্ট্রের মৌলবাদিতা, যশোর রোডের মৃত গাছ, ইত্যাদি বিভিন্ন সমসাময়িক কথা। দেশ ও সময়কে তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন – ‘নিমপাতা দাঁতে কেটে হাতে পায়ে আগুন সেঁকে এই মাত্র ঘরে ফিরলো ভারতবর্ষ’ [ পৃষ্ঠা – ৮৮] ‘আমার আঁতুড়ঘর’ কাব্যগ্রন্থটি তিনটি পরিচ্ছেদে ভাগ করা – (১)গ্রহণ (২)হে শীত, হে বসন্ত (৩) আমার আঁতুড়ঘর । প্রথম (গ্রহণ) পরিচ্ছে...