রমণী, তবু তো শুধুমাত্র রমণী যে নয়

 

রমণী, তবু তো শুধুমাত্র রমণী যে নয়

[শ্রদ্ধেয় আবুল হাসানের ‘নিঃসঙ্গতা’ কবিতাটির প্রতিপক্ষে দাঁড়িয়ে ]

#

সমরেন্দ্র বিশ্বাস

#

খেলাঘরে ম্লান আলো ক্ষয়ে গেলে পরে

ঘরে ফিরে একদিন যে মেয়েটি

আয়নার মুখোমুখি চেয়েছিল

একটি পুরুষ তাকে বলুক রমণী,

সে মেয়েকে ডেকে ডেকে নিয়ে গেছে সময়ের উট।

#

রাজপথে ঘুরে ঘুরে সে মেয়েটি

দেখেছে অনেক, জেনেছে সে অবশেষে

এ সমাজে অনেকেই আধো অন্ধকারে

প্রকৃত প্রস্তাবে তাকে জেনেছে রমণী-

গোপন ঘরেতে রাখা বিছানা পত্তর।

#

রাগে অপমানে সে মেয়েটি তাই

পায়ের খুরেতে ভাঙে জলবন্দী কুঁজো আর ঘুমের বাদাম,

সমাজ স্বাধীনতা ইত্যাকার শব্দগুলি কাঁসার থালার মতো

তার রাগী হাতে ভাঙে খান্‌ খান্‌ ।

#

কারণ, সে চেয়েছিল :

বস্তুত রমণী, তবু সে তো শুধু মাত্র রমণী যে নয়,

তার চেয়ে বেশী কিছু তাকে আজ জানুক মানুষ।

[ কাব্যগ্রন্থ - তবু স্পন্দমান পথ / 1986 ]

© biswas.samarendra@

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

অন্ধকার, টানিয়ে রেখেছি অন্ধকার