যেতে যদি হবে

যেতে যদি হবে সমরেন্দ্র বিশ্বাস # নতজানু প্রার্থনা আমার প্রতিধ্বনি হয়ে কেন ফিরে ফিরে আসে ? সামনেই অন্ধকার , ধূসর পাহাড় , শূন্যতা । আমাকেই যেতে যদি হবে , যেতে দাও । সঙ্গে নিয়ে যাবো যত জয় , কিছু পরাজয় আরো সঙ্গে যাবে ধূলো , মাটি , জল আকাশ আশ্লেষ লিপ্সা ভালোবাসা । যদি চাও কিছু কিছু ভালোবাসা রেখে দিও তোমাদেরই কাছে , গাছ হবে । যদি চাও আমার কৃপাণ , ভাঙ্গা পেন রেখে যাবো তোমাদের কাছে , আরো রেখে যাবো চাক ভাঙ্গা মধু - স্বপ্ন , হূলবিদ্ধ বিষাক্ত শরীর । রাত জাগি । জানি একদিন মঞ্জুরিত হবে পৃথিবীর যত প্রেম ভালোবাসা ! # তবুও মৃত্যুর আজান গাই , প্রার্থনার কথাগুলো ধাক্কা খায় , প্রতিধ্বনি হয়ে ফিরে আসে । নতজানু প্রার্থণার ভাষা , জানি , একদিন আমাকেও ডেকে নিয়ে যাবে । সেদিন লৌকিক পাখি তার অন্তিম নিঃশ্বাস নিয়ে মিলে যাবে নীলাভ আকাশে । শুধু থেকে যাবে গোধূলির স্মৃতিময় কিছু কিছু ভাঙ্গা চোরা তীরবিদ্ধ আলো । সামনেই অন্ধকার , ধূসর পাহাড় , শূণ্যতা । আমাকেই যেতে যদি হবে , যেতে দাও । [ ক্যান্সারে...