Posts

Showing posts from November, 2020

যেতে যদি হবে

Image
  যেতে যদি হবে সমরেন্দ্র বিশ্বাস # নতজানু   প্রার্থনা আমার প্রতিধ্বনি হয়ে কেন ফিরে ফিরে আসে ? সামনেই অন্ধকার , ধূসর পাহাড় , শূন্যতা । আমাকেই যেতে যদি হবে , যেতে দাও । সঙ্গে নিয়ে যাবো যত জয় , কিছু পরাজয় আরো সঙ্গে যাবে ধূলো , মাটি , জল আকাশ আশ্লেষ লিপ্সা ভালোবাসা । যদি চাও কিছু কিছু ভালোবাসা রেখে দিও তোমাদেরই কাছে , গাছ হবে । যদি চাও আমার কৃপাণ , ভাঙ্গা পেন রেখে যাবো তোমাদের কাছে , আরো রেখে যাবো চাক ভাঙ্গা মধু - স্বপ্ন , হূলবিদ্ধ বিষাক্ত শরীর । রাত জাগি । জানি একদিন মঞ্জুরিত হবে পৃথিবীর যত প্রেম ভালোবাসা ! # তবুও মৃত্যুর আজান গাই , প্রার্থনার কথাগুলো ধাক্কা খায় , প্রতিধ্বনি হয়ে ফিরে আসে । নতজানু প্রার্থণার ভাষা , জানি , একদিন আমাকেও ডেকে নিয়ে যাবে । সেদিন লৌকিক পাখি তার অন্তিম নিঃশ্বাস নিয়ে মিলে যাবে নীলাভ   আকাশে । শুধু থেকে যাবে গোধূলির স্মৃতিময় কিছু কিছু ভাঙ্গা চোরা তীরবিদ্ধ আলো । সামনেই অন্ধকার , ধূসর পাহাড় , শূণ্যতা । আমাকেই যেতে যদি হবে , যেতে দাও ।   [ ক্যান্সারে...

যন্ত্রণা

  যন্ত্রণা # সমরেন্দ্র বিশ্বাস # যন্ত্রণারা চুপচাপ বসে থাকে লেবু বনে অন্ধকারে , যন্ত্রণারা রাত্রি জেগে প্রহরের কথা শোনে যন্ত্রণার সাথে ফোনে কথা বলি , প্রত্যুত্তরে কথা বলে সেও যন্ত্রণার ঠিকানায় চিঠি দেই , নীল খামে জবাবেরা আসে , বিষাদ মাখানো হাসি মুখ নিয়ে কখনো কখনো সে সামনে দাঁড়ায় এসে। # কত সহজেই আমার বন্ধুটি জেনে গেছে , নানা যন্ত্রণা দেহে , প্রিয় রুকস্যাক পথে ফেলে সেও হেঁটে যাবে দৃষ্টিহীন পাহাড়ের দিকে ; ওখানে আজো গল্প কবিতা , গার্হস্থ্য-যাপনের মেঘ মেঘ নানা চিত্রমালা , ওখানে বিদ্যুৎ রেখায় স্মৃতিময় জেগে ওঠে আগুনের গান ; আমার বন্ধুটি জেনে গেছে , অদৃশ্য পাহাড়ের পিছে কোনোদিন কোনো অন্ধকার নেই !   [ অনন্ত জলশব্দে আমি ]    ©    biswas.samarendra@

সম্মোহিত কবিতা যাপন

Image
  সম্মোহিত কবিতা যাপন সমরেন্দ্র বিশ্বাস # জঙ্গলের গন্ধ ছড়িয়ে বন-বাদাড়ের হাওয়ার মতো সে কখনো আমার কাছে তার কবিতা নিয়ে আসে। আমি জঙ্গলের কাছে গিয়ে দেখি তার চেহারায় অপার্থিব ভয় ও অদ্ভুত শারীরিকতা জেগে আছে। তার সাথে অনেক কথা হয় ; জংলি গন্ধ ছড়িয়ে সে আমার পাশে এসে বসে। বাইরে চাঁদের আলো আর ঘরের সি-এফ-এল বাল্ব থেকে অনর্গল ঝরে পরে যাদু যৌনতা। সে আমাকে কবিতার কথা বলে ; আমি কবিতার নিটোল স্তনে হাত রাখার ঈশারা করি। সে আমাকে কলাগাছের বনে প্রেম আর রোমাঞ্চের কথা বলে। বলতে বলতে আমার হাত তুলে দেয় কবিতার শরীরে , জঙ্ঘা আর জিজ্ঞাসার মাঝামাঝি। কবিতার অক্ষরেরা অসাধারণ কাব্যময়। রোমকূপ থেকে উদগত পশমের অক্ষরেরা ফর্সা শরীরের মসৃনতায় লগ্ন হয়ে থাকে ; আমি বৃষ্টিভেজা সোঁদা মাটির গন্ধে বিভোর হয়ে যাই। সে আমাকে তার নাভিতে যে কবিতার গন্ধ লেগে আছে তাকে অনুবাদ করতে বলে , আমি একটা শরীরের ভেতর আরেকটা কবিতার ভাবান্তর ঘটাই , কোন কথা হয় না – শুধু দুজনের দীর্ঘশ্বাস আর আদিম উচ্চারণ কাটাকাটি খেলতে থাকে। তারপর সে আমাকে নিয়ে যায় আরো এক জঙ্গল ঘেরা গুহায়। সে খুলে ফেলে কবিতার জামা কাপড় ; দুচোখে তার যাদু। নির্জন আকাশ আর ভুতুড়ে ...

অচেনা মুখ - বারনওয়াপাড়ার রাস্তায়

  অচেনা মুখ - বারনওয়াপাড়ার রাস্তায় সমরেন্দ্র বিশ্বাস   # তোমার অচেনা মুখ চলমান স্থাপত্যের মায়া । তোমার দু চোখের সমান্তরালে উড়ে গেল সাদা বক দূরে...... দূর কোন ক্লান্তিহীন অন্ধকারে । তোমাকে দেখব না আর কোনদিনও - এই দীর্ঘশ্বাস নিয়ে ঘরে ফিরে আসি বারনওয়াপাড়ার ছায়া পিছে ফেলে!   [ প্রকাশিত / চাতক -  2016 ] সমরেন্দ্র বিশ্বাস   # তোমার অচেনা মুখ চলমান স্থাপত্যের মায়া । তোমার দু চোখের সমান্তরালে উড়ে গেল সাদা বক দূরে...... দূর কোন ক্লান্তিহীন অন্ধকারে । তোমাকে দেখব না আর কোনদিনও - এই দীর্ঘশ্বাস নিয়ে ঘরে ফিরে আসি বারনওয়াপাড়ার ছায়া পিছে ফেলে!   [ প্রকাশিত / চাতক -   2016 ]

সে

  সে সমরেন্দ্র বিশ্বাস বৃষ্টির পরে রেলিং-এ দেখছিলাম রামধনু কাপড় মেলছে - # চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে মিলিয়ে গেল সে | # # #   [ গ্রন্থ - অনন্ত জলশব্দে আমি ]

স্বাধীনতা তুমি

  স্বাধীনতা   তুমি   সমরেন্দ্র বিশ্বাস   স্বাধীনতা তোমাকে খুঁজেছি আমি শিশুটির শীর্ণ হাতে , তেরঙ্গা ঝান্ডায় , ভাঙা চোরা লেভেল ক্রসিংএ – যেখানে দাঁড়িয়ে শিশু ঝাণ্ডা ফিরি করে ।   স্বাধীনতা তোমাকে খুঁজেছি আমি উদভ্রান্ত কিশোরের চোখে , রাস্তা যার প্রসারিত   থাকে নামহীন অন্ধকারে , দিশাহীন দিকে ।   তোমাকে দেখেছি আমি যুবকের বুকে , গায়ে গেঞ্জী ব্রান্ডেড কোম্পানীর , তাতে লেখা -“ ধ্বংস হও” , স্বাধীনতা , তোমার বুকে কেন আজো বোধহীন যুবকের অসহায় রাগ ?   স্বাধীনতা তোমাকে দেখেছি আমি কলোনির ভাঙা চালে , ঢ্যাঙ্গা গাছের ফাটা বাকলের ডালে , যেখানে যন্ত্রণারা আজো হাহাকারে কাঁদে ।   স্বাধীনতা তোমাকে জেনেছি আমি ধর্মান্ধ প্রৌঢ়ের    দূর্বিনীত চিৎকারে , অনর্গল লাঠি টুপি মার্চ করে , অসহিষ্ণুতা জ্বালায় আগুন জনতার ঘরে   ।   স্বাধীনতা তোমাকে দেখেছি হাহাকারে   , শূন্য থাকা পেনশন খাতায় , বৃদ্ধাশ্রমে , ছেলে কারো স্বাধীনতা নিয়ে আমেরিকা থাকে , মাঝে মাঝে পদ্য লেখে ।   স্বাধীনতা তোমাকে দে...