Posts

Showing posts from November, 2021

অসবর্ণ দিন

  অসবর্ণ দিন # সমরেন্দ্র বিশ্বাস # হে আমার অসবর্ণ দিন , ফিরে এসো জাতিচ্যুত ধর্মচ্যুত সময়ের পাশে । তা না হলে দীর্ঘ খরা দাউ দাউ জ্বলবে সময় ! হে আমার জাতিহীন ধর্মহীন দিন , হে আমার অসবর্ণ দিন , ভালোবেসে তুমি এলে সম্পর্কের গাঢ় - বৃষ্টি হবে ?     Published - কবিতা সীমান্ত / শারদীয়া ২০২১

বৃক্ষজন্ম, জলছাপ

  বৃক্ষজন্ম , জলছাপ # সমরেন্দ্র বিশ্বাস   আজন্ম বালক খেলতে খেলতে নিজের অজান্তেই গল্পগুলোকে ঝুলিয়ে রাখে গাছের চাবিতে ! বালক কি জানে না , এই বৃক্ষজন্ম থেকেও বোধ ঝোলে সবার অজান্তেও ? কেউ কেউ এই বৃক্ষজন্ম পড়ে , কেউ কেউ ফিরেও তাকায় না – তাতে কি বা আসে যায় যাবতীয় জলছাপের , কি বা আসে যায় এই শতাব্দী প্রাচীন সবুজ পাতার ? [ Published – কবিতা সীমান্ত / শারদীয়া ২০২১ ]  

শিল্পী

  শিল্পী সমরেন্দ্র বিশ্বাস জন্মের এ কি অনন্ত প্রবণতা গোঁজা আছে আজো মানুষের বুকে ! # পায়ের নীচে এতটুকু মাটি নেই জেনেও পরম স্পর্ধায় সে # মাটি আর মানুষেরই ছবি আঁকে ।   [ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ( প্রকাশ -1995)]  

স্মৃতির দশক

  স্মৃতির দশক সমরেন্দ্র বিশ্বাস # # # সংযুক্তার ঠোঁট আর বন্দুকের নল থেকে যে চুম্বনের শব্দ গড়িয়ে পড়েছিলো সেসব কম্পন অতীতের নদী হয়ে সাগরে মিলেছে কত কাল আগে। তাই আকাশ থেকে বৃষ্টি ঝরলে মনে পড়ে নদীর ধোঁয়াটে স্রোত বিদ্যুতের শব্দে অশ্বখুর, সুপ্ত অগ্নিবাণ দেখতে পাই বৃষ্টির আবছায়ায় বাজছে সংযুক্তার সেতার । এমনি ভাবে মৃত নদী, একটা মেঘলা আকাশ আর স্মৃতির জঙ্গল ফুঁড়ে বেরিয়ে বেরিয়ে আসে আহত জলস্রোত, রক্তের নদী, স্মৃতির দশক! [২১-০৬-২০১৮]   Published / Kolkata Shabda Harin, Kolkata -95.

কাপুরুষ

  কাপুরুষ সমরেন্দ্র বিশ্বাস === ===   এদিনে মনটা পালাই পালাই – ভিন্ন গলিতে ভাবি সটকাই # অ্যাঁ , ও গলিতেও ল্যাপটানো খুন! # কান্ডে আমার হাসে অর্জুন। [ মে দিন- ১৯৭৭ ]

সেই মানুষটা

  সেই মানুষটা সমরেন্দ্র বিশ্বাস     ছাদের কিনারে পিছলে যাওয়া বিকেলের ম্লান আলো! লোকটা কি চেয়েছিলো – জীবন না মৃত্যু ? সময়ের সমীকরণ বুঝতে চাওয়ার যন্ত্রণায় সেই মানুষটা বহুতলের কার্ণিশ থেকে ঝাঁপ দিয়েছিলো নীচে – উত্তরবিহীন এক শূণ্যতায়!     সুইনহো স্ট্রিট   / শারদীয়া - 2019    

আহত বয়ানগুলো

  আহত বয়ানগুলো সমরেন্দ্র বিশ্বাস     আহত বয়ানগুলোকে খুলে রেখেছি উর্দিধারীর টেবিলে, বর্মহীন এ জীবন! তবুও আত্মরক্ষার জন্যে চোখে রুমাল, কামিজে ঢেকেছি ঘৃণা; নজরবন্দী মানুষদের এখন কি গৃহবন্দী থাকার সময় ?     সুইনহো স্ট্রিট   / শারদীয়া - 2019  

একটা মুখোমুখি আলোচনা। https://www.facebook.com/OngshumaliMagazine/videos/596045264875412/

Google Search for the Video. = 1.With the following LINK RIGHT CLICK THE MOUSE. 2. Select ' Go to https://fb.watch/91cXijhfGK/' 3. the Video will be displayed. https://fb.watch/91cXijhfGK/