অসবর্ণ দিন
অসবর্ণ দিন # সমরেন্দ্র বিশ্বাস # হে আমার অসবর্ণ দিন , ফিরে এসো জাতিচ্যুত ধর্মচ্যুত সময়ের পাশে । তা না হলে দীর্ঘ খরা দাউ দাউ জ্বলবে সময় ! হে আমার জাতিহীন ধর্মহীন দিন , হে আমার অসবর্ণ দিন , ভালোবেসে তুমি এলে সম্পর্কের গাঢ় - বৃষ্টি হবে ? Published - কবিতা সীমান্ত / শারদীয়া ২০২১