বর্ণমালা –স্কুল বালকের
বর্ণমালা –স্কুল বালকের সমরেন্দ্র বিশ্বাস ১ রাস্তা দিয়ে কতকাল হেঁটে যাচ্ছে মানুষের কথা , ক্লান্ত বর্ণমালা – ওদের দিকে হাত বাড়িয়ে আমি এক স্কুল বালক শব্দমালার সাথে হ্যান্ডশেক করবো , রাস্তায় সেই তো কবে থেকে দাঁড়িয়ে পিঠে স্কুলের ভারী ব্যাগ । সময় বেশী নেই অন্ধ স্কুলে বেজে চলেছে সতর্ক ঘন্টা ! ২ ভাবনার মতো থমথমে আকাশটা নীল ; বর্ণমালাদের সারাদিন ঘোরাফেরা আকাশের নীলে, ময়দানে, বাজারে, রেল স্টেশনে । পৃথিবী থেকে তুলে নেয়া কিছু গদ্যপদ্য ভাষার সাথে মিশিয়ে সকলের সাথে ভাগ করে নেবো , বর্ণমালাদের সাবেকি পোষাক ছিঁড়েখুঁড়ে ভেবেছি আমাদের কাহিনী বানাবো । ৩ তীব্র সব বর্ণমালা ছুটেছে আকাশে যেন কেশর ফোলানো সাদা সাদা ঘোড়া, ওদের মিলেছে ডানা, অশ্বক্ষুরে অর্বুদ স্ফুলিঙ্গ ! এইসব উড়ন্ত আগুনকে সবার অজান্তে স্কুল ব্যাগে ভরে রাখি আমি । ৪ একুশে ফেব্রুয়ারী ঘটে গেছে কবে , নীল আকাশের নীচে তবু তীব্র আগ্রাসন ! স্কুলে স্কুলে আমাদের প্রিয় ভাষা নীল-ডাউন হয়ে আছে । ভাষা তুমি কি জানো না - আমরা আজও ততো ভাল নেই ? ...